১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত নতুন মোবাইলে নেটওয়ার্ক বন্ধ—ঝামেলা এড়াতে এখনই IMEI যাচাই করুন।
জাতীয়ঃ
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হতে যাচ্ছে। বিটিআরসির এই নতুন ব্যবস্থায় ওই তারিখের পর যেসব মোবাইল ফোন প্রথমবার নেটওয়ার্কে যুক্ত হবে, সেগুলোর NEIR-এ নিবন্ধিত থাকা বাধ্যতামূলক হবে। নিবন্ধন ছাড়াই আমদানি করা বা অনিবন্ধিত কোনো নতুন মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক সেবা পাবে না; ফলে কল, এসএমএস ও ইন্টারনেট—সবই বন্ধ থাকবে।
তবে ব্যবহারকারীদের অধিকাংশ উদ্বেগ দূর করে কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সেগুলো বন্ধ হবে না। বৈধ কিংবা অনিবন্ধিত—বর্তমানে ব্যবহৃত সব হ্যান্ডসেটই স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হয়ে স্বাভাবিক সেবায় থাকবে। ফলে পুরোনো ব্যবহারকারীদের নেটওয়ার্ক হারানোর কোনো ঝুঁকি নেই।
মোবাইল ফোনের নিরাপত্তা জোরদার, জাল IMEI প্রতিরোধ এবং অবৈধ আমদানি নিয়ন্ত্রণে এই সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। বিশেষজ্ঞরা মনে করছেন, NEIR কার্যকর হলে গ্রাহকদের সুরক্ষা বাড়বে এবং মোবাইল খাতে স্বচ্ছতা আসবে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো ফোনের IMEI যাচাই করা। এজন্য ব্যবহারকারীরা *#06# ডায়াল করে IMEI নম্বর জেনে নিতে পারবেন এবং অপারেটর নির্দেশনা অনুযায়ী SMS বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তা নিবন্ধিত কি না যাচাই করতে পারবেন। নতুন ফোন কেনার সময়ও অবশ্যই NEIR নিবন্ধন নিশ্চিত হয়ে কেনার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ১৬ ডিসেম্বরের পর অনিবন্ধিত নতুন ডিভাইস কোনোভাবেই নেটওয়ার্ক সেবা পাবে না।
দেশে মোবাইল নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে NEIR-কে। গ্রাহকদের ঝামেলা এড়াতে আগেই IMEI চেক করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।