১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ইসির তফসিলে সব জল্পনার অবসান।

বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ইসির তফসিলে সব জল্পনার অবসান।

                                                                            জাতীয় নিউজঃ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২০২৬ সলের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিনে। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

 

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক জনাকীর্ণ পরিবেশে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনের উক্ত তফসিল ঘোষণা করেন।

 

তফসিলে বলা হয়, ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় । এছাড়া ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি অবধি মনোনয়নপত্র বাছাই । রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় , ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ,নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এবং সারাদেশে ৩০০ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত