এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নবীগঞ্জে ট্রাফিক পুলিশের জোরদার অভিযান
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি :-
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট কমাতে পুলিশ সুপার (এসপি) মোছাঃ ইয়াছমিন খাতুনের নির্দেশনায় ট্রাফিক পুলিশের বিশেষ জোরদার অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে অবৈধ নাম্বার বিহীন, কাগজপত্র বিহীন মোটরসাইকেল, হেলমেট না থাকায় যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শব্দ দূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ রাশেদুল ইসলাম (১২ ডিসেম্বর) শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন। এসপির বিশেষ নির্দেশনায় দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় নির্বাচনী তফসিল ঘোষণার পরেই টিআই মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে প্রতিদিনই সারা দেশের ন্যায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অভিযান চলছে। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি নি:স্বাস ফিরতে শুরু করেছে। এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি জানান, এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় আমরা অবৈধ নাম্বার বিহীন, কাগজপত্র বিহীন মোটরসাইকেল, হেলমেট না থাকায় যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি। পাশাপাশি রাস্তায় মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে বিশেষ অভিযান চলছে। এসব সাউন্ড সিস্টেম পরিবেশে শব্দ দূষণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।” টিআই মোঃ রাশেদুল ইসলাম আরও বলেন, ট্রাফিক পয়েন্ট, থানা পয়েন্ট, হবিগঞ্জ রোড, শেরপুর রোড ও বানিয়াচং রোডেসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে, জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রাস্তায় অবৈধভাবে বসে থাকা হকারদের উচ্ছেদেও নিয়মিত অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। এধরণের অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের এসব উদ্যোগ ইতোমধ্যে জনসাধারণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।