শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন ভবনে শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং এস.এফ.এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এতে সভাপতিত্ব করেন শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর।
বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিকতার আলোকে গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীবরদী শাখা এ অঞ্চলের শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।” সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে পাঠদান দিতে শাহীন স্কুল শিক্ষার্থীদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন শাহীন স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও রাশেদুল হক রাসেল সহ শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন, নালিতাবাড়ীর শাখার পরিচালক হুমায়ুন কবির ও রবিন খান সহ অন্যান্য শাখার পরিচালকবৃন্দ, শাহীন ক্যাডেট স্কুলে ভর্তিকৃত নবাগত ছাত্র - ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীবৃন্দ ।
শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।