ফিফা বিশ্বকাপ ২০২৬: পুরো গ্রুপ ড্র প্রকাশ – কোন গ্রুপে কোন দল দেখুন এক নজরে

স্পোর্টস ডেস্ক।
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬: পুরো গ্রুপ ড্র প্রকাশ – কোন গ্রুপে কোন দল দেখুন এক নজরে।

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক ফেডারেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ১২টি গ্রুপের পূর্ণ ড্র। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—এই তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম ৪৮ দলের আসরে এবার প্রতিটি গ্রুপেই রয়েছে চমক, উত্তেজনা এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা।

নিচে গ্রুপভিত্তিক দলের তালিকা তুলে ধরা হলো:


---

গ্রুপ A

মেক্সিকো

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ কোরিয়া

প্লে-অফ D বিজয়ী


গ্রুপ B

কানাডা

প্লে-অফ A বিজয়ী

কাতার

সুইজারল্যান্ড


গ্রুপ C

ব্রাজিল

মরক্কো

হাইতি

স্কটল্যান্ড


গ্রুপ D

যুক্তরাষ্ট্র

প্যারাগুয়ে

অস্ট্রেলিয়া

প্লে-অফ F বিজয়ী

 

---

গ্রুপ E

জার্মানি

কিউরাসাও

আইভরি কোস্ট

ইকুয়েডর


গ্রুপ F

নেদারল্যান্ডস

জাপান

প্লে-অফ B বিজয়ী

তিউনিসিয়া


গ্রুপ G

বেলজিয়াম

মিশর

ইরান

নিউ জিল্যান্ড


গ্রুপ H

স্পেন

কেপ ভার্দে

সৌদি আরব

উরুগুয়ে

 

---

গ্রুপ I

ফ্রান্স

সেনেগাল

প্লে-অফ ২ বিজয়ী

নরওয়ে


গ্রুপ J

আর্জেন্টিনা

আলজেরিয়া

অস্ট্রিয়া

জর্ডান


গ্রুপ K

পর্তুগাল

প্লে-অফ ১ বিজয়ী

উজবেকিস্তান

কলম্বিয়া


গ্রুপ L

ইংল্যান্ড

ক্রোয়েশিয়া

ঘানা

পানামা

 

---

টুর্নামেন্ট সূচি

শুরু: ১১ জুন ২০২৬

ফাইনাল: ১৯ জুলাই ২০২৬


২০২৬ বিশ্বকাপের এই ড্র ইতোমধ্যেই বিশ্বজুড়ে সমর্থকদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিটি গ্রুপেই রয়েছে শক্তিশালী দল—ফলে গ্রুপ পর্ব থেকেই দেখা যাবে উত্তেজনাপূর্ণ লড়াই।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত