নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলার আ'লীগ সেক্রেটারি ইব্রাহিম কাশেম গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম (৫২) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কাশেম বন্দর উপজেলার আলীনগর এলাকার হামিদুল্লাহ মেম্বারের ছেলে।
বুধবার (৭জানুয়ারি ) সন্ধ্যায় তার আলিনগর নিজ বাসা হতে ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
ধৃতকে বৃহস্পতিবার দুপুরর বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ ইং সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহীমসজিদ চরমোনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালানোর ঘটনার মামলায় সম্পৃক্ততা থাকার সন্দেহে ইব্রাহিম কাশেমকে বুধবার গ্রেফতার করা হয়।