নয় মাস পর আবারও পর্যটকদের জন্য খুলল সেন্টমার্টিন দ্বীপ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে সীমিত পরিসরে পর্যটকদের দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
গত ফেব্রুয়ারি থেকে দ্বীপটি বন্ধ রাখা হয়েছিল পরিবেশ রক্ষা ও অবৈধ নির্মাণ নিয়ন্ত্রণের জন্য। এবার নতুন করে দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে প্রশাসন।
প্রথম ধাপে শুধুমাত্র দিবা ভ্রমণকারীরা (Day-trip tourist) দ্বীপে যেতে পারবেন। আপাতত সেখানে রাতযাপনের অনুমতি দেওয়া হয়নি। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটককে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
এছাড়া পর্যটকদের জন্য ১২টি নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দ্বীপে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, প্রবাল ও সামুদ্রিক প্রাণী আহরণে নিষেধাজ্ঞা, এবং সমুদ্রের বর্জ্য ব্যবস্থাপনায় কঠোরতা।
প্রশাসনের মতে, সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এবার কঠোরভাবে নিয়ম মানা হবে। সরকারি তত্ত্বাবধানে দ্বীপের পর্যটন কার্যক্রম পরিচালিত হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের আশা—নতুন নিয়মের মধ্যে দিয়েই আবারও সেন্টমার্টিনে প্রাণ ফিরে আসবে।