শীত ও কুয়াশার দাপটে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন

নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীত ও কুয়াশার দাপটে কাঁপছে দেশ, বিপর্যস্ত জনজীবন

 

ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন

ঢাকা | আপডেট নিউজ

২০২৬ সালের শুরুতেই শীতের তীব্রতায় কাঁপছে বাংলাদেশ। দেশের অধিকাংশ এলাকায় রাত ও ভোরে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশা জনজীবনকে ব্যাহত করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। অনেক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯–১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকাসহ মধ্যাঞ্চলেও সকাল ও রাতের শীত অনুভূত হচ্ছে তীব্রভাবে।

ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগে বিঘ্ন ঘটছে। ভোরে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে, কোথাও কোথাও দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী ২ থেকে ৪ দিন শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।

তবে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে এবং শীতের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না যাওয়া, গরম কাপড় ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত