সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের নামে ভুয়া বিবৃতি

নিটার থেকে সামিহা সামি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন” নামের একটি সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়,ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ও শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি প্রকৌশল কলেজগুলোকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি (বিআইটি) কাঠামোর আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়,এটি নিটার শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি নয়। শিক্ষার্থীরা জানিয়েছেন,তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। একই সঙ্গে কোনো শিক্ষার্থী সংগঠন বা অফিসিয়াল কর্তৃপক্ষ থেকেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।নিটারের শিক্ষার্থীরা এক প্রতিক্রিয়ায় বলেন,“আমরা স্পষ্ট জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠান নিটারের শিক্ষার্থীরা এ ধরনের কোনো বিবৃতি দেয়নি। অন্য কেউ আমাদের নামে এই প্রচারণা চালাচ্ছে,যা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।”ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথাকথিত “নিটার শিক্ষার্থীদের প্রেস বিজ্ঞপ্তি” সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

এ ধরনের মিথ্যা তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

পাঠকের আগ্রহ

সম্পর্কিত